রাজশাহীঃ এক মাছ চাষী ও নাইটগার্ডের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) সকালে নগরীর নওদাপাড়া বাজার ও জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম এলাকা থেকে এ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, নওদাপাড়ার অটোরিকশা গ্যারেজের নাইটগার্ড আনিসুর রহমান (৬০) এবং গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মাছ চাষি মাসুদ আলী (৪২)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দিনগত গভীর রাতে ডিউটিরত অবস্থায় সন্ত্রাসীরা নওদাপাড়ার একটি গ্যারেজের নাইটগার্ডের হাত-পা বেঁধে হত্যা করে একটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে সকালে এলাকার লোকজন গ্যারেজে গিয়ে খোলামেলা অবস্থা ও নাইটগার্ডের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে জেলার গোদাগাড়ীতে রবিবার দিবাগত রাতের দুর্বৃত্তরা মাছ চাষি মাসুদের হাত—পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুকুর পাড়ে ফেলে যায়। সাদা টি শার্ট ও লুঙ্গি পরা, মাছ ধরা জাল দিয়ে হাত-পা বাঁধা এবং মুখে ও গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। লাশ দুটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম ও নগরীর শাহ মখদুম থানার ওসি সাইফুল ইসলাম মরদের উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।