বগুড়াঃ জেলার দুপচাঁচিয়ায় সোমবার (৩০ আগস্ট) উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে মহাশ্মশান কালীবাড়ি কেন্দীয় মন্দির প্রাঙ্গনে বিকাল ৩টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পালা কীর্তন, ধরাসতী ও শ্রী কৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি বিপুল কুমার মহন্ত, সাধারণ সম্পাদক দুলাল বসাক, পূজা উদযাপন পরিষদ নেতা সাধন চদ্র কর্মকার, সোহাগ সাহা, রথিন্দ্রনাথ বসাক কালা, দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, এ্যাড. উৎপল কুমার বাগচি প্রমূখ।
অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে পূর্ববোরাই কালীতলা পূজা মন্দিরেও জন্মাষ্টমী পালিত হয়।