কুমিল্লায় শনাক্ত ৪৮, মৃত্যু ১
আগামী নিউজ | গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৫:০৯ পিএম
ফাইল ফটো
কুমিল্লাঃ গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৯%। এসময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন আজ বিকেলে আগামী নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৯ আগস্ট বিকেল থেকে ৩০ আগস্ট বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ২৩ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।
বাকিদের মধ্যে সদর দক্ষিণের ১ জন, বুড়িচংয়ের ৫ জন, চৌদ্দগ্রামের ৪ জন, বরুড়ার ৩ জন, মেঘনার ২ জন, দেবিদ্বারের ১ জন, লাকসাম ৩ জন, তিতাসের ১ জন, হোমনায় ১ জন, ব্রাক্ষণপাড়ায় ৩ জন, দাউদকান্দি উপজেলায় ১ জন রয়েছেন।
মারা যাওয়া ব্যক্তি একজন নারী এবং বাড়ি চৌদ্দগ্রাম উপজেলায়।
জেলায় এ পর্যন্ত ৩৮ হাজার ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৩ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩১ হাজার ৩ জন।