Dr. Neem on Daraz
Victory Day

খোকসায় পূজা-অর্চনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৪:৫৮ পিএম
খোকসায় পূজা-অর্চনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়াঃ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটক নগরী কুষ্টিয়ার খোকসা কালিবাড়িতে যথাযথ মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি পালনে পূজা অর্চনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়।
 
সোমবার (৩০ আগষ্ট) দুপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও পূজা অর্চনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক।
 
খোকসা কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস সহ পূজা উদযাপন কমিটির সভাপতি সুধাংশু কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মালাকারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রায় শতাধিক ভক্তগন উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানের সর্বশেষে ভক্তবৃন্দ দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আগামী ভবিষ্যৎ প্রজন্মের সার্বিক মঙ্গল কামনা করা হয়। 
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে