Dr. Neem on Daraz
Victory Day

বরগুনায় শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালিত


আগামী নিউজ | বরগুনা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৪:৫১ পিএম
বরগুনায় শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালিত

ছবিঃ আগামী নিউজ

বরগুনাঃ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আজ বরগুনায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব উদযাপন হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বরগুনায় বিভিন্ন কর্মসূচির পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে পুজা, মঙ্গলঘট স্থাপন, বন্দনা, শোভাযাত্রা, সমাবেশ ও প্রসাদ বিতরণ ছিল কর্মসূচির অংশ। 
 
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রস্টের সহযোগিতায় বরগুনায় সার্বজনীন কর্মসূচি গ্রহণ করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি সুখ রঞ্জন শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজসহ আরো অনেকে।
 
সোমবার (৩০ আগস্ট) বলে ১১ টায় বরগুনা সার্বজনীন আখড়া বাড়িতে অনুষ্ঠিত হিন্দু সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। সভাশেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সমবেত হয়। এতে সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ অংশগ্রহন করেন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে