চট্টগ্রামঃ সীতাকুণ্ডে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে এক মালবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের ইয়াকুবনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনটির ধাক্কায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
এদিকে এ ঘটনায় রেলের সহকারী পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামানকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ।
রেলস্টেশন ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, অবৈধভাবে রেলক্রসিং অতিক্রম করতে গিয়ে একটি মালবাহী পিকআপ ভ্যান রেললাইনে আটকে যায়। সেসময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে সংঘর্ষে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ট্রেনের গতি কম থাকায় শুধুমাত্র পিকআপ ছাড়া চালক ও হেলপার অক্ষত ছিল।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও মালবাহী পিক-আপের সংঘর্ষে কেউ হতাহত হয়নি। তবে, পিকআপটি দুমড়েমুচড়ে যায়। তারা মালবাহী পিকআপটি আটক করেছে। তবে এর ড্রাইভার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।