Dr. Neem on Daraz
Victory Day

২৭ বছর পলাতক থাকার পর ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৫:৪১ পিএম
২৭ বছর পলাতক থাকার পর ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামঃ ২৭ বছর পলাতক থাকার পর সরকারি খাদ্য গুদামের গম আত্মসাৎ করার মামলায় ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি সরকারি এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) ভোর রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত কাজী আনোয়ারুল হকের পুত্র কাজী আজানুল হক (৬৫)।

পুলিশ সুত্রে জানা গেছে, ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসেবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাল ও গম আত্মসাৎ করার অভিযোগে মামলা করা হয় । উক্ত মামলায় তার ১৬ বছর সাজা হয়। আসামি মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন।

কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায়ের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত গোলাম মুর্তজা ,এসআই প্রলয় কুমার বর্মা, এসআই কাইয়ুম, এসআই আমিনুল এবং এ এসআই শামীম অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে