Dr. Neem on Daraz
Victory Day

লক্ষ্মীপুরে আলোচনা সভা ও মৎস্যচাষীদের সম্মাননা


আগামী নিউজ | লক্ষীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৪:১৭ পিএম
লক্ষ্মীপুরে আলোচনা সভা ও মৎস্যচাষীদের সম্মাননা

ছবিঃ আগামী নিউজ

লক্ষ্মীপুরঃ বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ন দূর করি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে (২৮ আগষ্ঠ-৩ স্বেপ্টেম্বর) মৎস্য  সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তি, আলোচনা সভা ও মৎস্য চাষীদের  সম্মাননা রোববার অনুষ্ঠিত হয়।

সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার খোয়াসা দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তি করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাহ হোসেনর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: আবদুল গফফার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আইয়ুব মিয়া, সিনিয়র  উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম প্রমুখ।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে অবদান রাখায় সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দীন মোহাম্মদ, রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের মিরন উদ্দিন ও রায়পুর উপজেলার চর পাতা ইউনিয়নের হাবিবুর রহমান কে সম্মাননা হিসেবে ও ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে