Dr. Neem on Daraz
Victory Day

পীরগাছায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময়


আগামী নিউজ | একরামুল ইসলাম (পীরগাছা) রংপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৭:৫৯ পিএম
পীরগাছায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময়

ছবি: আগামী নিউজ

রংপুরঃ "বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার (২৮ আগস্ট) দুপুরে পীরগাছা উপজেলা মৎস্য সম্পদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাকিবুর রহমান মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেন। 

তিনি বলেন, উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময়, মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, চাষী/সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ এবং জেলা পর্যায়ে ভিডিও কনফারেন্সি এর মাধ্যমে মৎস্য সপ্তাহ পালন করা হবে।

এছাড়াও উপজেলার ১৩টি পুকুরে ৪২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে। মতবিনিময় সভায় উপজেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে