Dr. Neem on Daraz
Victory Day

নেত্রকোনায় মুক্তিযুদ্ধের সংগঠক আখলাকুল হোসাইনের মৃত্যুবার্ষিকী পালিত


আগামী নিউজ | সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৫:৪১ পিএম
নেত্রকোনায় মুক্তিযুদ্ধের সংগঠক আখলাকুল হোসাইনের মৃত্যুবার্ষিকী পালিত

ফাইল ছবি

নেত্রকোণাঃ জেলার মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য ডা: আখলাকুল হোসাইন আহমেদ- এর নবম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৮ আগষ্ট) সকালে মোহনগঞ্জে ডা: আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৃত্যু বার্ষিকী পালন করা হয়। 

কর্মসূচির মধ্যে কালো ব্যজ ধারণ, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালি, ডা.আখলাকুল হোসাইন আহমেদের কবর জিয়ারত, প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পণ। পরে সকাল ১০ টায় মেমোরিয়াল ট্রাসট্র চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মীর্জা আব্দুল গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরী, নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যন ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, সিভিল সার্জন ডা. মোঃ সেলিম মিয়া, নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা আওয়ামীলীগের সদস্য ও বারহাট্রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জী, অতিরিক্ত পুলিশ সুপার (মোহনগঞ্জ সার্কেল) সাইদুর রহমান, আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্নিক, মোহনগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীলিপ দত্ত, ট্রাস্টের সাধারণ সম্পাদক আকিকুন্নেছা বিউটি, সাংস্কৃতিক নেত্রী ও শিক্ষক তাহমিনা ছাত্তার প্রমূখ ।

ডা. আখলাকুল হোসাইন আহমেদ ১৯২৬ সালে ১৫ অক্টোবর নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। তিনি বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশ নামক স্বাধীন স্বার্বভৌম ভূখন্ডের মহান স্থপতি, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এঁর আর্দশ অনুসারী ছিলেন, যিনি ১৯৭০-সালে গণপরিষদের সদস্য নির্বাচিত হোন। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন সংগঠক ছিলেন, তিনি ১৯৭১ স্বাধীনতার যুদ্ধেও সংগঠক হিসেবে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার মহেষখলা ক্যাম্প ইনচার্জ ছিলেন এবং সিভিল অ্যাডমিনিস্টেটিভ কাউন্সিলর, ময়মনসিংহ নর্থ-ইস্ট জোনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তিনি মুক্তিযোদ্ধাগণকে সংগঠিত করে ট্রেনিংয়ে বিপর্যস্থ শরণার্থীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন। হাজার হাজার মানুষের আশ্রয়ের ব্যবস্থা, খাবার ও ঔষধ জোগাড় করা ছিলো তাঁর কাজ। তিনি গণপরিষদ সদস্য হিসেবে স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান রচনায় সক্রিয় অংশগ্রহন করেন এবং সংবিধান রচনার পর তাতে স্বাক্ষর প্রদান করেন। তিনি ১৯৭২ হতে ২০০৩ সাল পর্যন্ত নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালণ করেন। ডা.আখলাকুল হোসাইন আহমেদ ছিলেন একজন বিশিষ্ট্ সমাজ সেবক। তিনি স্থানীয়ভাবে বহু স্কুল, কলেজ ও মাদ্রাসায় পৃষ্ঠপোষকতা ছাড়াও বিভিন্ন সামাজিক 
উন্নয়ন কর্মকান্ডে আমৃত্যু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

ডা. আখলাকুল হোসাইন আহমেদ - এর সুপ্রতিষ্ঠিত তিন ছেলে যথাক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, গ্রামীণফোনের উর্ধ্বতন কর্মকর্তা সাইফুল হাসান। ডা. আখলাকুল হোসাইন আহমেদ ২০১২ সালের ২৮ অক্টোবর ঢাকার হলিক্রস হাসপাতালে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে