যশোরঃ জেলার চৌগাছা উপজেলার হিজলী সীমান্ত থেকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় প্রিয়া কর্মকার (১৯) নামে এক ভারতীয় তরুণীকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় বাংলাদেশী পাচারকারীদলের সাত বাংলাদেশি সদস্যকে আটক করে বিজিবি।
বৃহম্পতিবার সকালের দিকে তাকে আটক করা হলেও বিজিবি শুক্রবার(২৭ আগস্ট) রাত ৮টার দিকে বিষয়টি প্রেস নোটের মাধ্যমে সংবাদকর্মীদের জানান।
ফেরত পাঠানো প্রিয়া কর্মকার ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ থানার টেংরাইল গ্রামের বাসিন্দা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মোঃ তৌফিক মাহমুদ জানান, ২৬ আগস্ট (বৃহস্পতিবার) সকালের দিকে চৌগাছার হিজলী বিজিবি ক্যাম্পের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় প্রিয়া কর্মকার নামে এক ভারতীয় তরুণীকে আটক করে। এ সময় পাচার কাজে সহায়তার অভিযোগে ওই এলাকার সাতজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, পরবর্তীতে ২৭ আগস্ট ৫টার দিকে বিজিবি‘র কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১০৭ বিএসএফ এর ভারতের উত্তর বয়রা কোম্পানী সদরের নিকট ওই তরুণীকে হস্তান্তর করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশের সহায়তাকারী ৭ জন বাংলাদেশী নাগরিককে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।