Dr. Neem on Daraz
Victory Day
হতদরিদ্র নারীদের মাঝে

রংপুরে এলজিএসপি-৩ প্রকল্পের সেলাই মেশিন বিতরণ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক,রংপুর প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ১০:১৩ পিএম
রংপুরে এলজিএসপি-৩ প্রকল্পের সেলাই মেশিন বিতরণ

ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ রংপুরের সাবেক জেলা প্রশাসক, সরকারের যুগ্ম সচিব ও এলজিএসপি-৩ প্রকল্পের পরিচালক এনামুল হাবীব রংপুর সদর উপজেলার চন্দনপাট ও খলেয়া ইউনিয়নে (লোকাল গর্ভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট) এলজিএসপি-৩ প্রকল্প পরিদর্শন করেছেন। 

বৃহস্পতিবার দুপুরে তিনি চন্দনপাট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মুজিব বর্ষ উপলক্ষ্যে বেকার হতদরিদ্র নারীদের মাঝে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ করেন। পরে একটি ইটের সলিং করা রাস্তার উদ্বোধন করেন।

বিকেলে খলেয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় স্কুল ব্যাগ বিতরণ করেন।  

এসময় তিনি বলেন, এলজিএসপি লোকাল গর্ভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট মুলত স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন গতিশীল করার সরকারী একটি উদ্যোগ। সরকার ও বিশ্বব্যাংক এতে অর্থায়ন করে থাকে। এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে দেশের ইউনিয়ন গুলো প্রভুত উন্নয়ন কাজ করছে। সরকারী বরাদ্দ যাতে নয়ছয় না হয় সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন রংপুরের ডিডিএলজি সৈয়ত ফারহাদ হোসেন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) নুর নাহার বেগম, ডিএফও কামরুল ইসলাম, চন্দপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম লাভলু, হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের সচিব, সুধী সমাজ ও ইউপি সদস্যগণ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে