Dr. Neem on Daraz
Victory Day

কাউখালীতে ব্রিজের অভাবে ছাত্র-ছাত্রী ও জনসাধারণের চলাচলে দুর্ভোগ


আগামী নিউজ | নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০২:০৫ পিএম
কাউখালীতে ব্রিজের অভাবে ছাত্র-ছাত্রী ও জনসাধারণের চলাচলে দুর্ভোগ

ছবি : আগামী নিউজ

রাঙামাটিঃ জেলার কাউখালী উপজেলাধীন কলমপতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর নাইল্যাছড়ি এলাকার দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামবাসীদের চলাচলের একটি ব্রিজ ও রাস্তার সংস্কারের অভাবে কয়েকশ পরিবারে দুর্ভোগে পোহাতে হচ্ছে। পাশাপাশি প্রাইমারি বিদ্যালয়ের অধ্যয়নরত শিশু কিশোর, ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় ও বাজারে যাতায়াতের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। 

স্থানীয়দের সুত্রে জানাগেছে, কয়েক বছর ধরে রাস্তার ছড়ার উপর দিয়ে এলাকাবাসীরা নিজেদের  গাছ দিয়ে সাময়িক চলাচলের সুবিধার্থে একটি ব্রিজ তৈরী করা হয়। প্রতি বর্ষা মৌসুমে ব্রিজটি সংস্কার করতে হয়। অথচ সংস্কারে নামে স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান এ বিষয়ে দেখেও এলাকাবাসীদের স্বার্থে কোন পদক্ষেপ নিচ্ছেন না। 

স্থানীয়রা আরো বলেছেন, খানাখন্ড ব্রিজটি নিজেদের অর্থায়নে তৈরী করা হলেও নতুন ব্রিজ নির্মাণের জন্য এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যনকে অবগত করা হয়েছে। ইউপি চেয়ারম্যান ব্রিজ নির্মাণের আশ্বাস প্রদান করলেও দীর্ঘ ৪/৫ বছর অতিবাহিত হলেও আজো পর্যন্ত কোন পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একটি ব্রিজের অভাবে পুরো এলাকাবাসী চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এমনকি শিশু কিশোরেরা স্কুলে আসা যাওয়ার পথে ব্রিজ ভাঙ্গার কারনে অনেকে ব্রিজ থেকে পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হচ্ছেন। ব্রিজটি বর্তমানে চলাচলে অনেকটা অনুপযোগী হয়েছে।

এ ব্যাপারে কলমপতি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্যর সাথে যোগাযোগ করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। অপরদিকে ঐ ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সংস্কারের ব্যবস্থা করা হবে। 

উত্তর নাইল্যাছড়ি এলাকার রাস্তাটি বর্ষা মৌসুমেই ব্রিজের খানাখন্ড সৃষ্টিতে চলাচল করতে অসুবিধা হচ্ছে। ব্রিজের একপার্শ্বে গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমেই বৃষ্টিতে ছড়ার পানি এসে ব্রীজের গোড়ায় মাটি সরে গাছের তৈরী করা ব্রিজটি প্রায় অকেজো হয়ে পড়েছে। স্কুলের শিশু কিশোর ও কলেজের ছাত্রছাত্রীদের ব্রিজের গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এজন্য এলাকাবাসীদের একটাই দাবি নিরীহ জনসাধারন ও ছাত্র-ছত্রীদের স্বার্থে অবিলম্বে একটি ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে