ছবিঃ আগামী নিউজ
রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দিতে উপজেলা আইন-শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির দুটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সভা কক্ষে এই দুটি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আদিত্যে, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ^াস প্রমূখ বক্তব্যে রাখেন।
এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।