Dr. Neem on Daraz
Victory Day

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যাক্তির মাঝে চেক বিতরন


আগামী নিউজ | লক্ষীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৬:১৩ পিএম
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যাক্তির মাঝে চেক বিতরন

ছবিঃ আগামী নিউজ

লক্ষ্মীপুরঃ স্বেচ্ছাসেবী সংস্থা ও বিভিন্ন অসহায়, দুস্থ ব্যাক্তির মাঝে অনুদানের চেক বিতরনী ২৫ আগষ্ট (বুধবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ৬৬ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে প্রত্যেককে ২০ হাজার টাকা করে ১৩ লাখ ২০ হাজার টাকা এবং ৫৫ জন অসহায়, দুস্থ ও গরীব লোকের মাঝে ৩ লাখ ১৩ হাজার টাকাসহ মোট ১৬ লাখ ৩৩ হাজার টাকা চেক বিতরন করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে