Dr. Neem on Daraz
Victory Day

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে মিঠাপুকুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক,রংপুর প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৬:০০ পিএম
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে মিঠাপুকুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি করার দায়ে রংপুর জেলার মিঠাপুকুরে দুই প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন। বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ঘি, দধি, ব্রেড, বিস্কুটসহ অন্যান্য খাদ্যপণ্য তৈরি ও বিপণনের দায়ে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় ঢাকা বেকারি ও বাধন দধি ভান্ডার এর মালিককে এ জরিমানা করা হয়।

জনস্বাস্থ্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে