Dr. Neem on Daraz
Victory Day

২১ আগস্ট গ্রেনেড হামলা: কলাপাড়ায় বাউল শিল্পীদের মোমবাতি প্রজ্বলন


আগামী নিউজ | রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৫:৪৬ পিএম
২১ আগস্ট গ্রেনেড হামলা:  কলাপাড়ায়  বাউল শিল্পীদের মোমবাতি প্রজ্বলন

ছবিঃ আগামী নিউজ

পটুয়াখালীঃ জেলার কলাপাড়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে স্থানীয় বাউল সংঘের শিল্পীরা মোমবাতি প্রজ্বলন করেছে। শনিবার রাত ১০ টার দিকে পৌর শহরের বাউল সংঘের কাযার্লয়ে মোমবাতি প্রজ্বলন করে তারা।

এর আগে ২১ আগস্টে গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া বাউল সংঘের সভাপতি গাজী মো: বাবুল।

এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
মো: মাহবুবুর রহমান আজাদ, সমাজসেবী সালমা কবির, বাউল সংঘের সাধারণ সম্পাদক মো: শামীম বেপারী, নাট্যশিল্পী স্বজল কর্মকার।

অনুষ্ঠানে উপজেলার বাউল শিল্পীসহ গণ্যমান্য লোকজন ও গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে