Dr. Neem on Daraz
Victory Day

সাংবাদিককে খুন করে লাশ গুম করার  হুমকি, এমপিসহ ৭জনের বিরুদ্ধে মামলা


আগামী নিউজ | শফিকুজ্জামান খান মোস্তফা,টাঙ্গাইল জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ১২:৪৭ এএম
সাংবাদিককে খুন করে লাশ গুম করার  হুমকি, এমপিসহ ৭জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাংবাদিক রশিদ আহাম্মদ আব্বাসীকে (৫৫) অপরহন ও খুন করে লাশ গুম করার হুমকি দেয়ায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীসহ সাতজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) কালিহাতী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক জবাবদিহি প্রতিকার উপজেলা প্রতিনিধি রশিদ আহাম্মদ আব্বাসী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অন্য আসামীরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামের মোঃ আব্দুল মজিদ তোতা (৬৫) ও মোঃ দুলাল হোসেন (৫০), আউলিয়াবাদ গ্রামের মোঃ ফজলুল হক (২৪) এবং মোঃ আব্দুল কাদের (৫৫), বাংড়া গ্রামের প্লাবন (২৫) ও ধুবুলিয়া পাথালিয়া গ্রামের মোঃ শাহ জালাল ওরফে জামাল (৪০)। 

টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক নুশরাত জাহান মামলাটি তদন্তের জন্য কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সকালে এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী সাংবাদিক রশিদ আব্বাসীকে ফোন করে বাসায় (এমপির বাসা) যেতে বলেন। পরে রশিদ আব্বাসী এমপির বাসায় যান। বাসায় যাওয়ার সাথে সাথেই এমপি তার সাঙ্গপাঙ্গদের তাকে (রশিদ আব্বাসীকে) খুন করে লাশ গুম করার হুকুম দেন। এসময় আসামীরা তাকে এমপির বাসা থেকে তুলে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা ওই সাংবাদিককে ছেড়ে তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। তা না হলে তাকেসহ তার পরিবারকে হত্যা করে লাশ গুম করা হবে বলে হুমকি দিয়ে আসামীরা এমপির বাসার ভেতরে ঢুকে পড়েন। পরে তাৎক্ষনিক রশিদ আব্বাসী সেখান থেকে চলে গেলে দুপুরে পুনরায় তার (রশিদ আব্বাসীর) বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে হুমকি দেয়া হয়। 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে