Dr. Neem on Daraz
Victory Day

হোমনায় নারী ছিনতাইকারী আটক


আগামী নিউজ | গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৯:৩১ পিএম
হোমনায় নারী ছিনতাইকারী আটক

ছবিঃ আগামী নিউজ

কুমিল্লাঃ জেলার  হোমনায়  এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই কালে সাথী আক্তার (২০) নামের  ছিনতাইকারীকে ধরে  পুলিশে সোপর্দ করেছে আশে পাশের লোকজন । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ছিনতাইকারী সাথী আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাগমুরা গ্রামের বশির মিয়ার স্ত্রী।

ভুক্তভোগী নারী আকলিমা আক্তার জানান, আমি টিকা দিতে হোমনা হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন মহিলা ছিনতাইকারী আমার স্বর্ণের চেইন নিয়ে পালানোর চেষ্টা করে। তখন আমি চিৎকার করলে লোকজন তাকে আটক করে। পরে হাসপাতালে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় একটি অভিযোগ দিয়েছি।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার জানান, টিকা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় এক নারীকে আটক করে লোকজন। পরে থানায় খবর দেই,পু লিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

ওসি আবুল কায়েস আকন্দ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় সাথী আক্তার(২০) নামের একজনকে আটক করে খবর দিলে তাকে থানায় নিয়ে আসি। এই নারীর বিরুদ্ধে আরো কয়েক জায়গায় ছিনতাই করার অভিযোগ রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে