Dr. Neem on Daraz
Victory Day

কলাপাড়ায় অবৈধ বাঁধ উন্মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ


আগামী নিউজ | রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৬:২৮ পিএম
কলাপাড়ায় অবৈধ বাঁধ উন্মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীঃ জেলার কলাপাডার বালিয়াতলী ও কুয়াকাটায় দুই কিলোমিটার দীর্ঘ একটি খালের চারটি অবৈধ বাঁধ অপসারণ ও অবৈধ স্থাপনা উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন।

রবি ও সোমবার দুইদিন ধরে বালিয়াতলী ইউপির লেমুপাড়া মৌজার খালটি প্রভাবশালীদের দখল থেকে মুক্ত করেন উপজেলা প্রশাসন।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বালিযাতলী ইউনিযনের ৯ নং ওযার্ডের শানতির খালটি দীর্ঘদিন ধরে এলাকার প্রভানশালী মাসুদ তালুকদারের নেতৃত্বে একটি মহল পানির প্রবাহ আটকে মাছের ঘের করে আসছিল। দুই কিলোমিটার দীর্ঘ এ খালটির ৪টি বাঁধ এবং ১৬টি ভ্যাসন জাল অপসারণ করা হয়েছে। এতে দুই হাজার একর জমির আমন চাষাবাদের অনিশ্চয়তা কেটে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে সোমবার শেষ বিকেলে কলাপাড়া (ভুমি) সহকারী কমিশনার জগৎ বন্ধু মন্ডলের নেতৃত্বে কুয়াকাটা মেয়র খালের ২০ টি ঘরের বাড়তি ও অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়েছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, অবৈধভাবে বাঁধ নির্মাণের ফলে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এক হাজার কৃষকের আমন বীজতলা পানিতে তলিয়ে পচে গেছে।

ইউনিযন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) কামরুল ইসলাম এ প্রতিনিধিকে জানায়, উপজেলা নিবার্হী কর্মকর্তার নির্দেশক্রমে অনেক কষ্টে দুই দিন ধরে বাঁধগুলো কাটা হয়।

কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক গনমাধ্যমকে বলেন, এলাকাবাসী অভিযোগ করায় উপজেলা প্রশাসনের মাধ্যমে চারটি বাঁধ এবং ১৬টি জাল অপসারণ করা হয়েছে। তিনি আরও জানান, যতগুলো অবৈধ বাঁধ রযেছ তা
পর্যায়ক্রমে সবই অপসারণ করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে