Dr. Neem on Daraz
Victory Day

মুন্সীগঞ্জে শোক দিবসে নানা কর্মসূচি


আগামী নিউজ | রক্তিম মল্লিক দোলন, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ১২:০৫ এএম
মুন্সীগঞ্জে  শোক দিবসে নানা কর্মসূচি

ছবিঃ আগামী নিউজ

মুন্সীগঞ্জঃ যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকাল ১১ টার সময় মুন্সীগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,মুন্সীগঞ্জ জেলা ইউনিট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,মিলাদ এবং গনভোজ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনার প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের  শাহাদাৎ বরণকারী সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ জাতির মঙ্গল কামনায়ও দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে  দুস্থদের মাঝে গণভোজের খাবার বিতরণ করা হয়।

এদিকে জেলার অন্যান্য উপজেলাগুলোতেও নানা আয়জনে পালিত হচ্ছে  জাতীয় শোক দিবস। গজারিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে গরীব,অসহায় এবং দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।প্রতিটি ইউনিয়নের ত্রাণ বিতরণ  কার্যক্রমে সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সশরীরে উপস্থিত থেকে ত্রান বিতরণ কার্যক্রমের তদারকি করছেন।বিকালে  ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গজারিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।এছাড়াও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জাতির পিতার লালিত স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করেন।

এছাড়া জেলার সিরাজদিখান,শ্রীনগর,লৌহজং ও টংগীবাড়ী উপজেলায়ও আলোচনা সভা,কাঙালি ভোজ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে