ঝিনাইদহঃ জেলার শৈলকুপায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, শৈলকুপা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম হোসেনের সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার শেফালি বেগম, ভাইস চেয়াম্যান জাহিদুন্নবি কালু, সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা রহমত আলী মন্টু।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে দলীয় কার্যালয়ে ফিরে দোয়া মাহফিল শেষে ও দুঃস্থদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, যুগ্ন-আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা, উমেদপুর ইউপি চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা, যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, সাধারন সম্পাদক শামিমার রশিদ জোয়ার্দার, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারন সম্পাদক শাওন শিকদারসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নে শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দিনভর নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
দুপুর ১টায় শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি মাসুদুজ্জামান লিটন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিহাব মল্লিকের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ঝিনাইদহের ঐহিত্যবাহী সংগঠন শৈলকুপা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।