Dr. Neem on Daraz
Victory Day

ভাসানচর থেকে পালানোর সময় ৪১ রোহিঙ্গা নিয়ে নৌকাডুবি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ১১:১১ এএম
ভাসানচর থেকে পালানোর সময় ৪১ রোহিঙ্গা নিয়ে নৌকাডুবি

ছবি: সংগৃহীত

নোয়াখালীঃ বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থানার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া রোহিঙ্গারা ক্যাম্পের ৫৫ নং ক্লাস্টারের বাসিন্দা।

শুক্রবার দিবাগত রাতে ৪১ রোহিঙ্গা নিয়ে কক্সবাজারের উখিয়ায় যাবার পথে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। এসময় ১৪ জন রোহিঙ্গাকে পাশ্ববতীর্ মাছধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ২৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কাজ করছে নৌ—পুলিশ,কোস্টগার্ড।

ভাসানচর ক্যাম্পের সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কান্ট্রিবোটে করে ৪১ রোহিঙ্গা পালিয়ে যায়। চট্টগ্রামের সামুদ্রিক সীমনায় ট্রলারটি প্রবল স্রোতের মুখে উল্টে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হয়।

শনিবার ভোর রাতের দিকে পার্শ্ববতীর্ মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। উদ্ধারের পর ১৪ রোহিঙ্গাকে ভাসারচরে পেঁৗছে দেয় জেলেরা। এদিকে নিখোঁজ বাকীদের এখনো খোঁজ পাওয়া যায়নি। তবে নিখেঁাজদের উদ্ধারে নৌ—বাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

ভাসানচর ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতের দিকে জেলেরা ১৪ রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করে ভাসানচরের ক্যাম্পে নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকীদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যদের অভিযান এখনো চলছে বলেও জানান তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে