Dr. Neem on Daraz
Victory Day

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহত


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ১১:৪১ পিএম
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহত

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহঃ জেলার ত্রিশালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। 

শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, সিমেন্টভর্তি একটি ট্রাক ওই এলাকায় বিকল হয়ে দুপুর থেকেই দাঁড়িয়ে ছিল। শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

ওসি বলেন, এতে ঘটনাস্থলেই মারা যায় তিনজন এবং কমপক্ষে ২০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হলে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো দুজন। 

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন আছেন।

তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে