Dr. Neem on Daraz
Victory Day

আটককৃতদের মুক্তির দাবিতে ইউপিডিএফ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ সমাবেশ


আগামী নিউজ | নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৮:১৩ পিএম
আটককৃতদের মুক্তির দাবিতে ইউপিডিএফ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ সমাবেশ

ছবিঃ আগামী নিউজ

রাঙামাটিঃ জেলার বাঘাইছড়ি উপজেলাধীন বঙ্গলতলী এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ)দুইজন সদস্য অমর চাকমা ও রকেট চাকমার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার  (১৪ আগষ্ট) রাঙামাটির সীমান্তবর্তী উপজেলার বাঘাইছড়ি ও সাজেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফের অঙ্গ সংগঠন।

সমাবেশে অংশগ্রহনকারী গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর বাঘাইছড়ি উপজেলার থানা শাখা ও সাজেক ইউনিয়নের শাখা যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সাজেকে অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরণ চাকমার সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক নিউটন চাকমা, ইউপিডিএফ সদস্য আর্জেন্ট চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রিনা চাকমা। অন্যদিকে বাঘাইছড়ি উপজেলা সদর এলাকায় ইউপিডিএফ থানা শাখার উদ্যোগে আটককৃত কর্মীদেরকে মিথ্যা মামলা আটকের জন্য তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি রত্ন চাকমার সভাপতিত্বে অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও প্রচার সম্পাদক সুজন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা সভাপতি রিপন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের উপজেলা সভাপতি সমাহার চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী জনগো্ষ্ঠীদের আত্ননিয়ন্ত্র অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফ ও তার অঙ্গ সংগঠন গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। গণতন্ত্রকে হত্যা চেষ্টার জন্য এবং ইউপিডিএফকে সরকারের কাছে কালিমা দিতে একশ্রেণী মহল ইউপিডিএফ কর্মীদের উপর উঠেপড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধরপাকড়ের প্রচেষ্টার মধ্যে দিয়ে সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে নেতা-কর্মীদের ধরপাকড়ের অব্যাহতের উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন সমাবেশে বক্তারা। বক্তারা আরো বলেন, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। অন্যান্য রাজনৈতিক দলের সাথে সমম্বয় রেখেই ইউপিডিএফ নীতি আদর্শকে প্রাধান্য দিয়ে অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন। কিন্তু শাসকগোষ্ঠী ও তার মিত্রবাহিনী গুলোকে নিয়ে পাহাড়ী জনগোষ্ঠীদের অধিকারকে ভূলুণ্ঠিত করে ইউপিডিএফকে ভাঙতে নেতা-কর্মীদের দমন-পীড়নে কাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন। প্রতিনিয়ত নেতা-কর্মী, সমর্থকদের আটক করে মিথ্যা মামলা ও নাটকীয় কায়দায় গ্রেফতার দেখিয়ে জেলে প্রেরণ করা হচ্ছে। তাদের লক্ষ্যে পুরণের জন্য গতকাল বাঘাইছড়ির উপজেলা বঙ্গলতলী এলাকা থেকে ইউপিডিএফ সদস্য অমর চাকমা ও রকেট চাকমাকে অহেতুক সাজানো নাটকীয় কায়দায় অস্ত্র দেখিয়ে অন্যায়ভাবে গ্রেফতার করেছেন সেনাবাহিনী দ্বারা গ্রেফতার দেখানো হয়েছে।

সমাবেশে বক্তারা আরো বলেছেন, পাবর্ত্য চট্টগ্রামে জুম্ম জাতীয়তাবাদকে নস্যাৎ করতে একশ্রেণীর শাসকগোষ্ঠী সেনা মদদে কাজ করছেন। তাই এসমস্ত শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সকল পাহাড়ী জনগোষ্ঠীকে জাগিয়ে উঠে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে ছাত্র সমাজ, যুব সমাজ ও নারী সমাজকে জাগ্রত করে গড়ে তুলতে  জনসাধারণের  আহ্বান জানিয়েছেন।

সমাবেশে অনতিবিলম্বে আটক ইউপিডিএফ সদস্য অমর চাকমা ও রকেট চাকমাসহ সকল আটককৃত নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন ও ধরপাকড় বন্ধ করে পার্বত্য চট্টগ্রাম থেকে স্থায়ীভাবে সেনাশাসন তুলে গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি দাবি  জানান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে