বরগুনাঃ মাদককে ‘না’ বলতে এবং অনলাইন গেমসে আসক্ত তরুণদের ক্রীড়ায় উৎসাহিত করতে করোনাকালীন এ সংকটময় মুহুর্তে বরগুনার বেতাগীতে যুব রেডক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরুস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। খেলায় সিনিয়র বনাম জুনিয়রদল আংশ গ্রহণ করে। ফলাফলে উভয় দলই দুই -দুই করে গোল লাভ করে।
টুর্নামেন্ট শেষে বৃহস্পতিবার সন্ধ্যা সাত টায় এসব খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন, এতে প্রধান অতিথি ছিলেন, বেতাগী পৌরসভার প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, যুব রেডক্রিসেন্ট বরগুনা জেলা ইউনিটের যুব প্রধান মোঃ মেহেদী হাসান মুসা, বেতাগী উপজেলা শাখা উপদেষ্টা মোঃ রেজাউল কবির জুয়েল। এসময় উপস্থিত ছিলেন, জেলা ইউনিটের উপ যুব প্রধান মোসাঃ সারমিন আক্তার, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান মোঃ শফিকুল ইসলাম শাওন, পাথরঘাটা উপজেলা শাখার দলনেতা মোঃ হিরা, আমতলী উপজেলা শাখার দলনেতা মোঃ আল ইমরান,বামনা উপজেলা শাখার দলনেতা মোঃ হাসিবুর রহমান, বেতাগী উপজেলা শাখার দলনেতা অলি আহমেদ সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।
এর আগে বিকেল ৫ টায় বেতাগী মডেল সরকারি মাধ্যমিক মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি র বরগুনা জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ গোলাম কিবরিয়া পিন্টু।
এতে যুব রেডক্রিসেন্ট জেলা ইউনিট, আমতলী, পাথরঘাটা ও বামনা শাখার নবীন-প্রবীণ সদস্যরা অংশ গ্রহণ করেন।