Dr. Neem on Daraz
Victory Day

নারায়ণগঞ্জে টিকা নিতে হাজার লোকের লাইন, ক্ষোভ অনেকের


আগামী নিউজ | রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০২:০৯ পিএম
নারায়ণগঞ্জে টিকা নিতে হাজার লোকের লাইন, ক্ষোভ অনেকের

ছবিঃ আগামী নিউজ

নারায়নগঞ্জঃ আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া। আগামী ১৪ আগষ্ট থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ টিকা দেয়ার কার্যক্রম।

নারায়ণগঞ্জ সদরে দুটি হাসপাতালে টিকা নিতে আসা কয়েক হাজার হাজার লোক লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা  যায়।  অপেক্ষাকারিদের ক্ষোভেরও যেন শেষ নেই।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, যারা ম্যাসেজ পায়নি রেজিষ্ট্রেশন করা আছে তারাও উপস্থিত হয়ে টিকা নিচ্ছেন। গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তিন হাজার ৫৮০ জন ও তিন শ' শয্যা বিশিষ্ট হাসপাতাল করোনা ডেডিকেট হাসপাতালে আটশ' ৮০ জন লোককে করোনার টিকা দেয়া হয়েছে। আজ যেহেতু প্রথম ডোজ দেয়া শেষ দিন সেহেতু নির্ধারিত দুপুর একটার বেশি সময় নিয়ে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে।

যেহেতু প্রথম ডোজ টিকা দেয়ার আপাতত শেষ। আর ১৪ আগষ্ট থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ টিকা দেয়ার কার্যক্রম। তাই প্রথম ডোজ টিকার জন্য যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদেরকে বেন্দ্র গুলো গিয়ে ভিড় না করার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। পরবতীতে আবার যথন প্রথম ডোজ শুরু হবে তখন তারা টিকা পাবে।

এদিকে করোনায় গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৪ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় ২শ’২৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ২২ হাজার ২শ’১৪ জন আক্রান্ত হয়েছেন। জেলার স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে ২৪ ঘন্টায় সিটি এলাকায় একজন পুরুষ ও একজন মহিলা, সদর উপজেলায় এক নারী ও বন্দর উপজেলায় ১ জন পুরুষের মৃত্যুর খবর পাওয়া যায়। নারায়ণগঞ্জে এ যাবৎ ২৮৭ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী আরো বেশী।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে