Dr. Neem on Daraz
Victory Day

বোনারপাড়ায় রেলের ৫০ টন ফিসপ্লেট উধাও!


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ১১:১২ এএম
বোনারপাড়ায় রেলের ৫০ টন ফিসপ্লেট উধাও!

ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার বোনারপাড়ায় রেলওয়ে গুদামে বড় ধরণের ঘাপলার ঘটনা ঘটেছে। রেলওয়ের প্রকৌশল শাখার গুদাম থেকে প্রায় ৫০ টন ওজনের সাত হাজার ৪০০টি ফিসপ্লেট উধাও হয়েগেছে। গুদামের নতুন প্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার সময় ধরা পড়ে নিখোঁজের ঘটনাটি।

বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধার বোনারপাড়া প্রকৌশল শাখার গোডাউনের স্টোর থেকে ৩৭টি স্টেকের প্রায় ৫০ টন ওজনের ৭ হাজার ৪০০ পিস ফিসপ্লেট নিখোঁজের এলাকায় ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বোনারপাড়া রেলওয়ে জংশনে  রেলওয়ে থানা ও পর্যাপ্ত নিরাপত্তা থাকার পরেও এমন ঘটনা বিস্মিত হয়েছেন সতেচন মানুষ। তাদের ধারণা রেলওয়ের ওই গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা এই চুরির ঘটনার সাথে জড়িত।

বোনারপাড়া রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, বোনারপাড়া দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব এ্যাসিসস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলামকে বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন সংলগ্ন স্টোরের দায়িত্ব হস্তান্তর করতে আসেন অবসরপ্রাপ্ত সিনিয়র সাব এ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার দীপক কুমার সিংহ।

হিসাবের একপর্যায়ে দেখা যায়,  রেলওয়ের ৭ হাজার ৪০০ পিস ফিসপ্লেট নেই। স্থানীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সবুজ মিয়া ও রব্বানী নামের এক রেল কর্মচারী এই স্টোরের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছেন। তারা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে অনেকেই দাবি করেছেন।

বোনারপাড়া রেলওয়ের  দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব এ্যাসিসস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসএসএই) মাজেদুল ইসলাম বলেন, রেলপথের গুরুত্বপূর্ণ অংশ ফিসপ্লেট। এটি ক্ষতিগ্রস্ত হলে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ট্রেন চলাচল।  রেলওয়ের পশ্চিমাঞ্চলে রেলপথ ক্ষতি হলে গাইবান্ধার বোনারপাড়া থেকে ফিসপ্লেট সরবরাহ করা হয়।  গোডাউনের দায়িত্ব বুঝে নিতে গিয়ে ৭ হাজার ৪শ ফিসপ্লেট উধাওয়ের ঘটনা ধরা পড়ে। তবে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে