Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় ধানের চাতালের পরিত্যক্ত টিনের ঘরে জুয়ার আসর : আটক ৫


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৫:৩১ পিএম
দুপচাঁচিয়ায় ধানের চাতালের পরিত্যক্ত টিনের ঘরে জুয়ার আসর : আটক ৫

ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় রোববার (৮ আগষ্ট) রাতে মেইল বাসস্ট্যান্ড  এলাকার একটি ধানের চাতালের পরিত্যক্ত টিনের ঘরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ী কে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো দুপচাঁচিয়া পৌর এলাকার ছোট ধাপের  আব্দুল মজিদের ছেলে আব্দুল হাকিম (৪০),  বড় ধাপের  ইসাহাক আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৬), আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (৫০),ধাপ সুখানগাড়ীর ইয়াসিন আকন্দের  ছেলে এমদাদুল হক (৩৩) এবং মৃত হাবিল প্রামানিকের ছেলে আক্কাস আলী  (২৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  রোববার রাতে মেইল বাসস্ট্যান্ড  এলাকার একটি ধানের চাতালের পরিত্যক্ত টিনের ঘরে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ওই ৫ জুয়াড়ী কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১৮ হাজার ৫৭৫ টাকা, ২ সেট তাস এবং একটি মাদুর জব্দ করা হয়েছে।

এছাড়া রোববার (৮ আগস্ট) রাতে উপজেলার সাহারপুকুর বাজার এলাকা থেকে নাজিম উদ্দিনের ছেলে রুহুল আমিন কে ওয়ারেন্টমূলে আটক করা হয়।

দুপচাঁচিয়া থানার এসআই রাশেদুল ইসলাম জানান,  ৫ জুয়াড়ীসহ আটককৃত মোট ৬ ব্যক্তি কে আইনানুগ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে সোমবার (৯ আগষ্ট) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে