Dr. Neem on Daraz
Victory Day

কোভিড গণটিকা এক ঘন্টায় শেষ, অসন্তোষ টিকা প্রত্যাশিদের 


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৩:৪৭ পিএম
কোভিড গণটিকা এক ঘন্টায় শেষ, অসন্তোষ টিকা প্রত্যাশিদের 

ছবি : আগামী নিউজ

দিনাজপুরঃ কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলেও টিকা স্বল্পতায়এক ঘন্টায় শেষ টিকা। টিকা না পেয়ে অসন্তোষ আর বিরক্তি প্রকাশ করে বাড়ি ফিরেছে টিকা প্রত্যাশিরা।  

আজ ৯ আগষ্ট (সোমবার) বিরল উপজেলার ৯ নং মঙ্গল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্রে দেখা প্রায় ৭/৮ মানুষের জনসমাগম। টিকা প্রত্যাশিরা শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রে চলে এসেছে। কিন্তু শুরু হওয়ার মাত্র এক ঘন্টায় কোভিড-১৯ গণটিকা কার্যক্রম শেষ টিকা সল্পতায়। এতে বিভ্রান্ত আর বিব্রত অবস্থায় পরতে দেখা যায় টিকা কার্যক্রম পরিচালনা কারিদের।  

উৎসব মুখর পরিবেশে সকালটা শুরু হলেও নিয়মের কিছুটা ব্যাতিক্রম ঘটায় চরম অসন্তোষ প্রকাশ করে টিকা প্রত্যাশিরা।বয়স্কদের অগ্রাধিকার থাকলেও তা যথাযথ ভাবে মানা হয়নি।ফলে টিকা না নিয়েই ফিরে যেতে হয় বাকি সবাইকে। 

ইউ পি চেয়ারম্যান সেরাজুল ইসলাম কেন্দ্রে উপস্থিত থাকায় অনেককেই দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন রকম অভিযোগ করতে দেখা যায়। তার সাথে কথা বলতে গেলে তিনি বলেন অল্প কিছু টিকা, এত লোককে কিভাবে টিকা দেব। 

এ বিষয়ে বিরল উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা আক্তারের সাথে ফোনে কথা বললে আগামী নিউজকে বলেন আমাকে কোন অভিযোগ আসেনি।কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা টিকা দান ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে। অসন্তোষের কথা জানালে বলেন উপজেলায় নিবন্ধন কারী ২২ হাজার টিকা মাত্র ৬ হাজার। অসন্তোষ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে