কুমিল্লায় নিরাপদ চিকিৎসা চাই’র উদ্যোগে কিন্ডার গার্টেন শিক্ষকদের উপহার প্রদান
আগামী নিউজ | গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০২:২২ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লাঃ জেলার দাউদকান্দিতে 'নিরাপদ চিকিৎসা চাই' কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কিন্ডারগার্টেন শিক্ষকদের ঈদপরবর্তী শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
আজ রোববার ( ৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার গৌরীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহআলম সরকার।
প্রধান অতিথি ছিলেন, নি.চি.চা. কুমিল্লা জেলা আহ্বায়ক কবি ও সংগঠক মো.আলী আশরাফ খান।
বিশেষ অতিথি ছিলেন, সূচনা ডট টিভি'র খবর পাঠক মোঃ আবু তাহের নয়ন ও শিক্ষক মোঃ কাউছার আহমেদ।
দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের ২০ জন শিক্ষককে ঈদপরবর্তী শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।
উল্লেখ্য, নাম প্রকাশে অনিচ্ছুক দাউদকান্দির একজন প্রফেসর নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লাকে সেবামূলক কাজে ব্যবহার করার জন্য ২০ হাজার টাকা প্রদান করে ছিলেন।