Dr. Neem on Daraz
Victory Day

দুমকিতে গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন


আগামী নিউজ | মো. মিজানুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ১২:২৩ পিএম
দুমকিতে গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন

ছবিঃ আগামী নিউজ

পটুয়াখালীঃ সারা দেশের ন্যায় ৮ আগষ্ট দিনব্যাপী পটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন ভিত্তিক কোভিড-১৯ গণটিকা দান কার্যক্রম উপজেলা স্বাস্থ্য বিভাগ আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।
 
উপজেলার লেবুখালী শ্রীরামপুর ওপাংগাশিয়া  ইউনিয়নে সকাল সাড়ে ৯.৩০টায় গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক।
 
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল আলম শাহীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। লেবুখালী ইউনিয়নে লেবুখালী২১ নং পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়  বিদ্যালয়ে ৩টি বুথ এবংপাংগাশিয়া আলিয়া মাদ্রাসা  ইউনিয়নে টিকা দান কেন্দ্র হিসেবে উত্তর শ্রীরামপুর জিয়া রশিদ  মাধ্যমিক বিদ্যালয়ে ৩টি বুথ নির্ধারণ করা হয়েছে।
 
সকাল থেকেই টিকা কেন্দ্র গুলোতে দেখা গেছে টিকা গ্রহন করতে আসা মানুষের উপচে পড়া ভীড়। প্রতিটি বুথ থেকে ২০০ জন করে এক ইউনিয়নে প্রতিদিন ৬০০ ব্যক্তিকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে