Dr. Neem on Daraz
Victory Day

গৌরীপুরে চেয়ারম্যানকে হত্যার হুমকি: গ্রেফতার ১


আগামী নিউজ | হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৭:২৪ পিএম
গৌরীপুরে চেয়ারম্যানকে হত্যার হুমকি: গ্রেফতার ১

ফাইল ফটো

ময়মনসিংহঃ জেলার গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে হত্যার হুমকি প্রদান করায় স্থানীয় রউজ বিদ্যানিকেতনের পরিচালক আব্দুল্লাহ (৫২) কে শুক্রবার (৬ জুলাই) গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। তিনি নন্দীগ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে।

মামলাসূত্রে জানা গেছে, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার চূড়ালী মৌজায় ৯৭৭ নং দাগে ৭ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত ভূমিতে টিনশেড ঘর নির্মান পরিদর্শনে গেলে আব্দুল্লাহ গংদের সাথে জমির সীমানা নিয়ে তর্কাতর্কি হয় তাঁর। এক পর্যায়ে আব্দুল্লাহর হুকুমে তার ছেলে সেলভী দলবল নিয়ে রউজ বিদ্যানিকেতন থেকে রামদাসহ অন্যান্য দেশীয় অস্ত্রাদিসহ চেয়ারম্যানের উপর হামলা চালায়। এ ঘটনায় গত শুক্রবার গৌরীপুর থানায় চেয়ারম্যানের মামা মোঃ চুন্নু হাসান রাজু বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন আব্দুল্লাহর ভাই আবুল কাশেম (৩৫), ছেলে সেলভী (২৪) ও রেজভী (১৯)।

ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার বলেন, ঘটনার দিন গৌরীপুর থেকে ফেরার পথে উল্লেখিত জায়গায় নির্মানাধীন ঘর পরিদর্শন করতে যাই। এসময় আব্দুল্লাহ গং আমার উপর হামলা চালায় ও হত্যার হুমকি প্রদান করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে