Dr. Neem on Daraz
Victory Day

গণটিকার প্রথম দিনে নারায়ণগঞ্জের কেন্দ্র গুলোতে উপচে পড়া ভিড়


আগামী নিউজ | রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জ প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৬:৩৪ পিএম
গণটিকার প্রথম দিনে নারায়ণগঞ্জের কেন্দ্র গুলোতে উপচে পড়া ভিড়

ছবিঃ আগামী নিউজ

নারায়ণগঞ্জঃ করোনার গণটিকার প্রথম দিনে নারায়ণগঞ্জের কেন্দ্র গুলোতে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে লোকজন টিকা নিয়েছেন। কোথাও কোথাও মানুষের চাপে সময় মতো টিকাও দিতে পারেনি। উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলার ৭১ টি সেন্টারে শনিবার (৭ আগস্ট) এ কর্মসূচি শুরু হয়। জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে করেন নারায়ণগঞ্জ-৩ এর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মোহাম্ম ইমতিয়াজসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এক দিনের কর্মসূচিতে সেন্টার গুলো থেকে ৪৩ হাজার জনকে ভ্যাকসিন প্রদান করার কথা রয়েছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বয়স ২৫ বছর কিংবা তার বেশি হলে তিনি এখান থেকে ভ্যাকসিন নিতে পারবেন। তবে এ কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।

এসময় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে সবাই কাজ করে যাওয়ায় জেলা প্রশাসক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে টিকা কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার সকালে সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের নন্দীপাড়া এলাকায় স্থানীয় কাউন্সিললের অফিসের সামনে প্রথম ডোজ হিসেবে মর্ডানা টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে টিকাদান কেন্দ্র ৮১ টি স্থাপন কোর কথা থাকলেও শেষ পর্যন্ত প্রতি ওয়ার্ডে একটি করে ২৭ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রতিটি ওয়ার্ডে সবাই জাতীয় পরিচয় পত্র এন আইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর টিকার প্রথম ডোজ হিসেবে দেয়া হচ্ছে মর্ডানা টিকা। আবার কোন কোন কেন্দ্রে জাতীয় পরিচয় পত্র এন আইডি কার্ড নিয়ে গেলেই খাতায় এন্টির মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে।

সকালে বৃষ্টির কারণে বিভিন্ন ওয়ার্ডে টিকার কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়েছে। কোন কোন কেন্দ্রে আসার সড়কে পানি জমে থাকায় টিকা নিতে আসা লোকজনের দৃর্ভোগ পোহাতে হয়েছে।

সিটি কর্পোরেশনের কাউন্সিলার শফিউদ্দিন প্রধান জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা মূলকভাবে টিকার কার্যক্রম শুরু করা হলো সবাই ওয়ার্ড ভিত্তিক টিকা নেওয়ার আগ্রহী। প্রধানমন্ত্রী জনস্বার্থে মাঠ পর্যায়ে টিকার পৌছে দেয়ায় তিনি কৃতপ্সাও প্রকাশ করেন।

টিকা নেয়ার পর টিকা গ্রহণকারীরা জানান, হাসপাতালে টিকা দিতে গেলে প্রচন্ড ভিড় থাকে সরকারকে সাধুবাদ প্রতিটি ওয়ার্ডে টিকা নেয়ার ব্যবস্থা করে দেয়ার জন্য।

গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)। শনিবার (৭ আগস্ট) সরকার নির্ধারিত গণ টিকার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ভুইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে গণ টিকা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে করোনায় সংক্রমণ বেড়ে গিয়ে প্রতিদিনই নিত্য নতুন সংক্রমণের রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৩২জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ২১ হাজার ১২৬জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে ২৪ ঘন্টায় সোনারগাঁও উপজেলায় ১ জন পুরুষের মৃত্যু হয়েছে। এ যাবৎ মোট ২৭২ জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী আরো বেশী।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে শানিবার (৮ আগষ্ট) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে