ছবিঃ আগামী নিউজ
কুষ্টিয়াঃ জেলার কুমারখালীর কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের নাজমুলের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন। ছবি: বার্তা বাজার
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা।
শুক্রবার (৬ আগস্ট) ভোর ৬ টা থেকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ঘটেছে এঘটনা।
প্রেমিক নাজমুল (২৫) নুরুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে এবং প্রেমিকা (২৪) কুষ্টিয়ার একটি পলিটেকনিকের ছাত্রী।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় সরেজমিন গিয়ে দেখা যায়, প্রেমিক নাজমুলের বাড়িতে বসানো হয়েছে সালিশ।এবিষয়ে ছেলে ও মেয়ের সাথে কথা বলতে দেওয়া হয়নি সাংবাদিকদের।
এতথ্য নিশ্চিত করে স্থানীয় মেম্বর শিহাব বলেন, দুজনই এলাকার। কয়েকমাসের প্রেম। শুক্রবার সকালে মেয়েটি দাবিতে ছেলের ঘরের দরজায় বসে অনশন করছে। আমরা পারিবারিকভাবে মিটমাটের চেষ্টা করছি।
সালিশে উপস্থিত প্রেমিকার অভিভাবক হিসেবে আতাউল নামের একজন বলেন, বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসেছি। বিয়ের ব্যবস্থা করা হবে।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টির খোঁজ খবর নেওয়া হচ্ছে।