Dr. Neem on Daraz
Victory Day

লাফিয়ে লাফিয়ে করোনা বৃদ্ধি পাচ্ছে পটুয়াখালী সদর হাসপাতালে


আগামী নিউজ | মো. মিজানুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ১২:২১ পিএম
লাফিয়ে লাফিয়ে করোনা বৃদ্ধি পাচ্ছে পটুয়াখালী সদর হাসপাতালে

ফাইল ফটো

পটুয়াখালীঃ লাফিয়ে লাফিয়ে করোনা বৃদ্ধি   পাচ্ছে করোনায়। গত ২৪ ঘণ্টায় ৪০৭টি নমুনা পরীক্ষায় নতুন করে ১২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও চারজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছে। 
 
জানা যায়, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৮ জন, কলাপাড়ায় ১৬ জন, দশমিনায় ০৩ জন, বাউফলে ২৫ জন, দুমকীতে ০৩ জন, মির্জাগঞ্জে ২২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫১৩৫ জন। মৃত্যু হয়েছে ৯৪ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৮ জন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ২১২৯ জন।
 
 সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা যাতে ভাইরাসে আক্রান্ত না হই সে বিষয়ে আমাদের সচেতন হওয়াটা জরুরি। আগের চেয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। সবাই সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে করোনার করোনার সংক্রমণের বিস্তাররোধ করা যাবে না।’
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে