Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁয়ে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত


আগামী নিউজ | শামসুল আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৫:৩৯ পিএম
ঠাকুরগাঁয়ে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

ছবিঃ আগামী নিউজ

ঠাকুরগাঁওঃ নানা আয়োজনের মধ্য দিয়ে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়।

আজ (৫ আগষ্ট) বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দোয়া মাহফিল ও প্রার্থনা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল প্রাঙ্গনে অবস্থিত শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন   ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন , জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,  সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার,সদর উপজেলা নির্বাহী  অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বদরদ্দৌজা বদর, জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল( এলজিইডির) নির্বহিী প্রকৌশলি মোঃ শাহরুল আলম মন্ডল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলি মোঃ মনসুরুল আজিজ, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো মাজিদার রহমান, শিক্ষা বিভাগের সহকারি  প্রকৌশলি মোঃ বেলাল আহমেদ, বরেন্দ্রর তত্তাবধায়ক প্রকৌশলি জাহাঙ্গীর আলম খান, সহ বিভিন্ন সরকারি বেসরকারি  দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। অন্যদিকে অনলাইন জুম প্লাটফর্মের মাধ্যমে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

দুপরে  জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন মন্দির ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মাধ্যমে চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানমালার শেষ হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে