Dr. Neem on Daraz
Victory Day

বরগুনায় ফ্রি অক্সিজেন সেবা চালু করলো যুবলীগ


আগামী নিউজ | বরগুনা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৭:১২ পিএম
বরগুনায় ফ্রি অক্সিজেন সেবা চালু করলো যুবলীগ

ছবিঃ আগামী নিউজ

বরগুনাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে অক্সিজেন সংকটে বরগুনা যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।
 
আজ মঙ্গলবার দুপুরে বরগুনা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে যুবলীগ সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে এই সেবার উদ্ধোধন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি যুবলীগ সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বক্তব্যে বলেন, মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার আগ পর্যন্ত অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে বরগুনা যুবলীগের এই মানবিক মহতি কার্যক্রম শুরু করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়। আমি বরগুনা জেলা যুবলীগের এই উদ্যোগকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
 
তিনি বলেন, আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি সরকারের সকল নির্দেশনা মেনে সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি সবাইকে সময়মতো টিকা নেওয়ার আহ্বান জানান।
 
বিশেষ অতিথির বক্তব্যে বরগুনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাহাবউদ্দীন সাবু বলেন, শোকের মাস আগস্টে যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা চালু করে এক অন্যন্য দৃষ্ঠান্ত স্থাপন করেছে। মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরুর পর থেকে যুবলীগের বিভিন্ন মানবিক কার্যক্রম সকলের দৃষ্টিগোচর হয়েছে। এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অক্সিজেন সংকটকালীন সময়ে তাদের এই ফ্রি অক্সিজেন সেবা অনেক মূমুর্ষ রোগীর জীবন রক্ষা করতে সাহায্য করবে। করোনা রোগীদের অক্সিজেন প্রয়োজন হলে যুবলীগ কর্মী আবু হানিফ ০১৭৮৮৮৮৮২৫৫ জাহিদুল ইসলাম(০১৮৬৮০০১৯৯৭)এর সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়েছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে