ব্রাহ্মণবাড়িয়াঃ জেলায় আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। জেলায় সংক্রমণের হার ১৭.৯৮% ছাড়িয়েছে।
যার মধ্যে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলায় তিনজন ও সরাইল উপজেলায় একজনের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় নতুন ৫৬ জন সহ জেলায় নতুন ১৭৮ জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৮১০৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৪৭৬০ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ১১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
সোমবার (০২ আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৯৯০ টি রিপোর্টে নতুন আরও ২৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে নাসিরনগর উপজেলায় ১২ জন, সরাইল উপজেলায় ২৬ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, বিজয়নগর উপজেলায় ১১ জন, আখাউড়া উপজেলায় ১১ জন, কসবা উপজেলায় ৫৬ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৫৫ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৮১০৫ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩০৬৪ জন, নাসিরনগর উপজেলায় ২১৪ জন, সরাইল উপজেলায় ৪৩৬ জন, আশুগঞ্জ উপজেলায় ৭৭৬ জন, বিজয়নগর উপজেলায় ২১৬ জন, নবীনগর উপজেলায় ১২৯১ জন, আখাউড়া উপজেলায় ৪৩১ জন, কসবা উপজেলায় ১১১০ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৫৬৭ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৪৭৬০ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৮৭৪ জন, নাসিরনগর উপজেলায় ১৬৮ জন, সরাইল উপজেলায় ২১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৪৪৯ জন, বিজয়নগর উপজেলায় ১৫৮ জন, নবীনগর উপজেলায় ৬২৫ জন, আখাউড়া উপজেলায় ৩১৬ জন, কসবা উপজেলায় ৬৩৯ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৩২৬ জন সুস্থ হয়েছে।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ১০৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৪ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ০৯ জন, আশুগঞ্জ উপজেলায় ১৪ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ২৪ জন, আখাউড়া উপজেলায় ১৪ জন, কসবা উপজেলায় ০৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৮১০৫ জন আক্রান্তের মধ্যে ৪৭৬০ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩২৩২ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩১৬৭ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৬৫ জন রোগী।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় ৯৯০ জনের করোনা ভাইরাসের শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৯৯০ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷
এখন পর্যন্ত জেলায় ৫০৯৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪৯৬৯৭ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৮১০৫ জন আক্রান্ত হয়েছে৷