Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ১১:৫৬ এএম
কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯

ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়াঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন সাত জন এবং দুজনের করোনা উপসর্গ ছিল।
 
একই সময়ে এক হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করে ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ১৮ শতাংশ।
 
গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২০৮ জন।
 
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
 
তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তারা রোববার দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
 
আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ২৬০ জন রোগী ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৬৩ জন।
 
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৯৬ জন এবং মারা গেছেন ৫৬৯ জন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে