Dr. Neem on Daraz
Victory Day

শিমুলিয়াঘাটে ঢাকাগামী মানুষের ঢল, চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি


আগামী নিউজ | রক্তিম মল্লিক দোলন,মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৪:৩৭ পিএম
শিমুলিয়াঘাটে ঢাকাগামী মানুষের ঢল, চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

ছবি : আগামী নিউজ

মুন্সীগঞ্জঃ আগামিকাল রবিবার (১ আগস্ট) থেকে গার্মেন্টস সহ সকল ধরনের কল-কারখানা খোলার খবরে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়াঘাটে ঢাকাগামী মানুষের ঢল নেমেছে।

২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধে গার্মেন্টস সহ সকল ধরনের কল-কারখানা বন্ধ থাকার কথা থাকলেও গতকাল মন্ত্রী পরিষদ বিভাগ কতৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে আগামীকাল রবিবার থেকে সকল ধরনের কল-কারখানা খোলা রাখার নির্দেশনা প্রদান করা হয়। এই খবরে শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ঢাকা যেতে শিমুলিয়া ঘাটে ভিড় করতে থাকে।করোনা মহামারীর মধ্যে ফেরিতে যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা সত্ত্বেও শতশত যাত্রী নিয়ে ফেরি পারাপার হতে দেখা যায়।এসময় অধিকাংশ যাত্রীর মুখেই মাস্ক ছিল না এবং অতিরিক্ত যাত্রীর চাপে শারীরিক দূরত্ব মানাও অসম্ভব হয়ে পড়ে।অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিআইডব্লিওটিসি কতৃপক্ষের লোকজনকে অনেকটা হিমসিম পরিস্থিতিতে পড়তে হয়।

এদিকে ফেরি পার হয়ে শিমুলিয়া ঘাটে  এসে  পরিবহন সঙ্কটে ঢাকাগামী শ্রমিকদের চরম বিপাকে পড়তে হয়। পুলিশের চেকপোস্ট হেঁটে অতিক্রম করে ভাড়ায় চালিত প্রাইভেটকার,মাইক্রোবাস,পিকআপে করে দিগুন-তিনগুন ভাড়া দিয়ে শ্রমিকদেরকে ঢাকায় রওনা হতে দেখা যায়।এছাড়াও মোটরসাইকেল,অটোরিকশা,সিএনজিতেও ভেঙ্গে ভেঙ্গে অনেকেই ঢাকার দিকে রওনা হচ্ছেন।

ঢাকাগামী  আব্দুর রহিম নামের একজন গার্মেন্টস শ্রমিক আগামী নিউজকে বলেন, "যানবাহন বন্ধ রেখে কাল থেকে  গার্মেন্টস খোলা, এখন আমরা ঢাকা যাবো কীভাবে?দুই একদিন আগে বললেও হত,কিন্তু গতকাল হঠাৎ করে আমাদের অফিস থেকে বলা হয়েছে ১ তারিখ থেকে কারাখানায় যেতে হবে, তাই সকালেই বাড়ী থেকে বের হয়ে গেছি"।

গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন  লাবু মিয়া।তিনি বলেন,'কাল থেকে কারখানা খোলা, না গেলে চাকরি থাকবে না আর বেতনও কাটা হবে।তাই বাধ্য হয়েই বউ-বাচ্চা নিয়া ঢাকায় যেতে হচ্ছে। গাড়ী বন্ধ রেখে  গার্মেন্টস খোলা,তাই ঢাকায় যেতে খুব কষ্ট হচ্ছে আর ভাড়াও বেশী লাগছে।'

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম আগামী নিউজকে বলেন, 'শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পারাপারের জন্য মোট নয়টি ফেরি সচল রয়েছে।কাল থেকে যেহেতু গার্মেন্টস সহ সকল ধরনের কল-কারখানা খোলা তাই ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে।তবে শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী যাত্রীর সংখ্যা কম।'

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে