রংপুরঃ চলমান বিধিনিষেধে কৃত্রিম পা লাগিয়ে রোগী সেজে অ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। তাদের কাছ থেকে ৪১০ গ্রাম হেরোইনসহ ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে র্যাব-১৩, রংপুর সদর দফতরের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশিদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন; অ্যাম্বুলেন্স চালক বুলবুল আহম্মেদ (৪০) ও তার সহযোগি আজিজুর রহমান (৩৫)। তারা দুইজন রাজশাহী জেলার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশী করে দেখা যায় দুইজনের মধ্যে একজন এক পা পঙ্গু। ওই ব্যক্তির সারা শরীরে টিউমার রয়েছে। এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন থাকায় তাতে কৃত্রিম প্লাস্টিকের পা সংযুক্ত করা ছিল। ওই কৃত্রিম প্লাস্টিক পা তল্লাশী করে ভিতরে অভিনব কায়দায় রাখা হেরােইন উদ্ধার করা হয়। এসময় অ্যাম্বুলেন্স চালক ও হেলপারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন স্থানে হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।