Dr. Neem on Daraz
Victory Day

যমুনার চরাঞ্চলে বিনামূল্যে করোনার টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করলো টিএসসিএফ


আগামী নিউজ | মীর্জা অপু, পাবনা জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ১০:৪৮ পিএম
যমুনার চরাঞ্চলে বিনামূল্যে করোনার টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করলো টিএসসিএফ

ছবিঃ আগামী নিউজ

পাবনাঃ দুর্গম চরাঞ্চলের মানুষের বিনামূল্যে টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করেছে তাসকীনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশন।হতদরিদ্র যমুনা পদ্মার চরাঞ্চলের মানুষ যাতে করোনা টিকা গ্রহণ করেন সে উদ্দেশ্যই এই বিনামূল্যে টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম চালু করা।

টিএসসিএফ এর অধিভুক্ত 100+ গ্রুপের তত্ত্বাবধানে পাঁচটি পয়েন্টে করোনা টিকা গ্রহণের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন এর ক্যাম্পিং এর উদ্ভোধন করা হয়।  উদ্ভোধন করেন তাসকিনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশন পরিচালক মাহমুদা সবুজ।

এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য খাইরুল বাসার পিয়াস, (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সিনথী পাঠশালা,  তৌহিদ মাহমুদ পাপ্পু, আশিক মাহমুদ অন্তু, মোস্তফা, ইলিয়াস,রিপন, আসলাম সহ অনেকেই। এসময় বিভিন্ন ইউনিটের টিম লিডার ও সদস্যদের মাধ্যমে ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প পরিচালনা করেন। ২৫,২৬,২৭ জুলাই সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ত্রিমোহনীবাজার নিশাদের দোকানের সামনে, দয়ালনগর মামুন উল্লাহর দোকানের সামনো, মহিষাকোলা সর. প্র. বি. আমিরাবাদ ও ফকিরকান্দি সেলিমের দোকানের সামনে এবং সিনথী পাঠশালায় ফ্রি রেজিষ্ট্রেশন করা হবে। আজ প্রথমদিনে ৫০ জন এর অধিক ব্যক্তির রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকা কার্ডের প্রিন্টিং কপি হাতে পৌছে দেয়া হয়।

চর কল্যানপুর গ্রামের সুফিয়া খাতুন বলেন,আমরা চরের মানুষ চরেই আমাদের বসবাস করোনা কি জিনিস আমরা কখনও দেখি নাই শুধু সবার মুখে মুখে শুনি আজ শুনলাম এখানে করোনার টিকা রেজিষ্ট্রেশন চলছে তাই চলে আসলাম আর করোনা সম্পর্কে অনেক কিছু জানলাম। পরিশেষে তিনি এ কার্যক্রমের সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন তারা যদি আমাদের গ্রামে এসে টিকা রেজিষ্ট্রেশন না করতেন হয়তো আর কোন দিন আমাদের টিকা নেয়া হতো না।

এছাড়াও আমিনপুর থানা ব্যাপী বিভিন্ন এলাকায় করোনা উপসর্গ বহনকারী ও করোনা আক্রান্তদের মাঝে ফ্রি অক্সিজেন সার্ভিস প্রদান করা হচ্ছে। প্রান্তীক এলাকায় সাধারন ও নিম্নবিত্তদের মধ্যে করোনার সেবা পৌছে দেয়ার জন্য তারা বেড়া উপজেলা প্রশাসন ও আমিনপুর থানার সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে