Dr. Neem on Daraz
Victory Day

চুনারুঘাটে লকডাউন অমান্য করায় জরিমানা


আগামী নিউজ | শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৫:৪৪ পিএম
চুনারুঘাটে লকডাউন অমান্য করায় জরিমানা

ছবিঃ আগামী নিউজ

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
 
রোববার (২৫ জুলাই) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল এই আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়।
 
এসময় লকডাউন অমান্য করার অপরাধে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন। চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ধরণের অভিযান চলমান থাকবে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে