Dr. Neem on Daraz
Victory Day

শ্রীপুরে আগুনে পুড়ল ৩৬ বসতঘর


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজিপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ১১:৩০ এএম
শ্রীপুরে আগুনে পুড়ল ৩৬ বসতঘর

ছবি : আগামী নিউজ

গাজীপুরঃ জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিন খন্ড (ফখরুদ্দীন টেক্সটাইল মিলস) সংলগ্ন এলাকায় আগুনে ৩৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ওসমান গণির মালিকানাধীন ভাড়া বাড়িতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই বাড়ির প্রত্যেক ভাড়াটিয়া স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক।

ওইসব ঘরের বেশিরভাগ ভাড়াটিয়া ঈদের ছুটিতে বাড়ি চলে যাওয়ায় ঘরগুলো তালাবদ্ধ ছিল। এতে সকল বসতঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিটি ঘরে একটি করে ফ্রিজ, টিভি ও খাট ছিল। অগ্নিকান্ডে সব পুড়ে যাওয়ায় প্রতিটি বসতঘরের বাসিন্দারা এখন নি:স্ব হয়ে পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে আগুনের সুত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে সকল ঘরে ছড়িয়ে পড়ে।

বাড়ির ভাড়াটিয়া মঈন খান স্থানীয় ফখরুদ্দিন চেক্সটাইল মিলস লিমিটেডের প্যাকিং অপারেটর। তিনি জানান, ঈদের ছুটিতে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। আগুনের পোড়ার খবর শোনে রোববার ভোরে বাসায় এসে ঘরের তালা খুলেন। তাঁর ঘরের টিভি, ফ্রিজ, ওয়্যারড্রপ, চাল, ডাল খাদ্যপণ্যসহ সকল প্রকার আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। কারখঅনায় চাকুরী করে যা সঞ্চয় করেছিলেন সব শেষ হয়ে এখন তিনি নি:স্ব।

ফাতেমা বেগম পাশ্ববর্তী বৈরাগীরচালা এলাকার আমান গার্মেন্টসের অপারেটর। তিনি জানান, তার যা সম্পদ ছিল সব পুড়ে গেছে। আগুন লেগে মুহুর্তের মধ্যে সকল ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের নিয়ে এখন তার বেঁচে থাকার কোনো সম্বল নেই।  

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে মিনিট দশেকের মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে সকল মালামালসহ ৩৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক পরিমাণ নির্ণয় করা যায়নি। একটি ঘরের জায়গায় দুটি ঘর নির্মাণ করা হয়েছে। ঘরগুলো খুবই ছোট হওয়ায় আগুন নেভাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে