বাগেরহাটঃ লকডাউনে প্রথম দিনে বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় ঝরে গেলো আট প্রাণ।
এর ভিতর বাগেরহাট জেলার ফকিরহাটে ঢাকা-খুলনা সকাল সাড়ে ছয়টায় মহাসড়কে পিকাপ ও ইজিবাইক সংঘর্ষে নিহত সাত জন।তারা হলেন হলেন বাগেরহাট জেলার রামপাল উপজেলার চাকশ্রী বাজার এলাকার মৃত আব্দুল ওহিদের ছেলে আব্দুল হাই (৫৫), ব্রি-চাকশ্রী এলাকার শেখ আলী আহম্মদের ছেলে শেখ নূর মোহাম্মদ (৬০), একই এলাকার মৃত শেখ দলিল উদ্দীনের ছেলে শেখ রেজাউল, (ইজিবাইক চালক)। ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ এলাকার দিলিপ রাহার ছেলে উৎপল রাহা (৪২), একই এলাকার মৃত জগদিশ দত্তের ছেলে নয়ন দত্ত (২৭), ফকিরহাট উপজেলার পারনওয়াপাড়া এলাকার কালিপদ দের ছেলে গৌড়নন্দ দে (৫০)। বাগেরহাট সদর উপজেলার দক্ষিণখানপুর গ্রামের মন্তাষ শেখের ছেলে নজরুল শেখ (৫৫)।
এদিকে মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কের চাঁদেরহাট থেকে সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে উপজেলার চাঁদেরহাটে হৃদি ফিলিং স্টেশনের নিকটবর্তী মহা-সড়কের পাশ থেকে মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্বার করেন। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া যায়নি।