Dr. Neem on Daraz
Victory Day

 পীরগাছায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই বসত বাড়ি


আগামী নিউজ | একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ১১:২০ পিএম
 পীরগাছায়  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই বসত বাড়ি

প্রতিকি ছবি । আগামী নিউজ

রংপুরঃ জেলার পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামের মো. চাঁন মিয়ার বাড়ীতে বৈদ্যুতিক শক সার্কিটের কারণে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পবিত্র  গ্রন্থ আল কুরআন অক্ষত রয়েছে। 

জানা যায়, শুক্রবার (২৩জুলাই) রাত ৮টায় বৈদ্যুতিক শক সার্কিটের কারণে ওই বাড়িতে আগুন ধরে যায়। এতে একটি গোয়াল ঘর, একটি রান্না ঘর ও চারটি বসতঘরসহ আসবাবপত্র পুড়ে যায়। এসময় কোন মানুষ বা প্রাণির ক্ষয়ক্ষতি হয়নি। পরে খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের একটি টিম ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।

পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি বলেন, খবর পাওয়া মাত্র আমরা সেখানে মুভ করি। মাত্র ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এতে ১লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে