Dr. Neem on Daraz
Victory Day

মাছের ড্রামের ভেতরে চেপে বাড়ি যাওয়ার চেষ্টা 


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৯:৩৭ পিএম
মাছের ড্রামের ভেতরে চেপে বাড়ি যাওয়ার চেষ্টা 

ছবিঃ আগামী নিউজ

গাজীপুর: কঠোর লকডাউনের প্রথম দিনে  জেলার সড়ক মহা-সড়কে হালকা যানবাহান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। গাজীপুরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল ছিল।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে পিকআপে করে  মাছের ড্রামের ভেতরে চেপে রাজধানী থেকে ময়মনসিংহের যাচ্ছিলেন ১০ যাত্রী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পার হতে পারলেও গাজীপুরের রাজেন্দ্রপুরে এসে বেরসিক পুলিশের হাতে ধরা পড়েন তারা। রাজেন্দ্রপুরে কর্তব্যরত  ট্রাফিক পুলিশের সন্দেহ হলে পিকআপ দাঁড় করিয়ে তল্লাশি করলে মাছের ড্রামে লুকিয়ে থাকা যাত্রীদের বের করে আনা হয়। পরে তাদের ছেড়ে দেয়া হলেও পিকআপ চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এসি (উত্তর) মেহেদী হাসান জানান, লকাডাউন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি কর্তব্যরত  ট্রাফিক পুলিশ। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের পিকআপ ভর্তি ড্রাম দেখে সন্দেহ হলে ওই পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই পিকআপে থাকা মাছের ড্রামের ভেতর থেকে ১০ জন যাত্রীকে বের করে আনা হয়। পরে ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে ছেড়ে দেয়া হলেও চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিয়ে পিকআপ আটক করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে