Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় সৌন্দর্য ছড়াচ্ছে আধাফোঁটা শাপলা ফুল


আগামী নিউজ | মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ০৬:০১ পিএম
দুপচাঁচিয়ায় সৌন্দর্য ছড়াচ্ছে আধাফোঁটা শাপলা ফুল

ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় ঈদুল আযহার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ( ২১ জুলাই) গ্রামীন প্রকৃতি ও পরিবেশ কে  হৃদয়গ্রাহী করার জন্য ঘুরতে বেরিয়েছেন বিভিন্নস্তরের মানুষ।শহরের কোলাহল ছেড়ে গ্রামীন জনপদগুলো কে তাই বেছে নিয়েছে নিসর্গ প্রেমিরা। 

উপজেলার বিভিন্ন জনপদের রাস্তার পাশে ছোট ছোট জলাশয়ে দেখা মিলছে আধাফোঁটা শাপলা ফুল। ক্লান্ত দুপুরে ঘুরতে বেরিয়ে পড়া লোকজনের মন চঞ্চল হয়ে উঠছে ওই আধাফোঁটা শাপলা ফুলের সৌন্দর্যে। তাই রাস্তার পাশে যানবাহন থামিয়ে অনেককে সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে।

আদমদীঘি হাজী তাছের উদ্দিন মহিলা কলেজের প্রভাষক শামশুজ্জামান ছালাম বলেন, শাপলা ফুল দুপুরের রোদে আধাফোঁটা হয়ে থাকে। তবে বিকালে পরিপূর্ণভাবে ফুঁটে যায়। রাতে চাঁদের আলোয় পরিপূর্ণ ফোঁটা শাপলা ফুল আরও বেশি মূগ্ধতা ছড়ায়। শাপলা ফুল পরিপূর্ণভাবে ফুঁটে থাকে সকাল অবধি।

দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক দীনেশ চন্দ্র বসাক আগামী নিউজকে জানায়, সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। নীল ও লাল শাপলা ফুল ঘর সাজাতে ব্যবহৃত হয়। শাপলা ফুল বর্ষাকালে ফোঁটে। শাপলা ফুল গাছ ঔষধি গুন সম্পন্ন। এই উপমহাদেশের সর্বত্রই জলাধারে শাপলা ফুল দেখা যায়। হাওর-বাওর, দীঘিতে এই ফুল বেশি ফোঁটে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে