শ্যামপুরের ২ কিলোমিটার সড়কের বেহাল দশা
আগামী নিউজ | বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ১২:০৫ পিএম
ছবিঃ আগামী নিউজ
মানিকগঞ্জঃ জেলার দৌলতপুর উপজেলায় গত কয়েক দিন আগের টানা বৃষ্টিতে মান্দারতা বাজার হতে শ্যামপুরের ভিতর দিয়ে চকহরিচরন দিয়ে দৌলতপুর পৌছাতে শ্যামপুর গ্রামের কৃতিসন্তান সাবেক জেলা আওয়ামী লীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা মরহুম নুরু মিয়ার বাড়ি হতে বিভিন্ন স্থানে বৃষ্টির পানি গিয়ে রাস্তার ভাঙ্গন সৃষ্টি হওয়ায় প্রায় ২ কিলোমিটার সংযোগ সড়কের বেহাল দশা।
এতে দূর্ভোগে পড়েছে শত শত মানুষসহ সকল যানবাহন সকল কিছু বন্ধ থাকায় পথ চারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এবিষয়ে চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন গত কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যার ফলে কোন গাড়ি ঘোড়া চলতে পারেনা। যার ফলে মানুষের দুর্ভোগ চরমে এলাকার কৃষক তাদের উৎপাদিত ফসল হাটে বাজারে নিতে পারছেনা। এছাড়া এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলা ফেরা করে এবং এক মাএ দৌলতপুর ও মান্দারতা যাওয়ার সংযোগ সড়ক অথচ এই রাস্তাটির বেহাল দশা।
এছাড়া তিনি আক্ষেপ করে বলেন আমি দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতির সাথে জরিত অথচ এই গ্রামটি অবহেলিত উন্নয়নের ছোয়া নেই বললেই চলে সরকারি যেসব বরাদ্দ থাকে সে গুলো নেতারা বাকবাটুরা করে নিয়ে যায় তাদের এলাকায় আমরা পাইনা কারণ আমরা কোন থানার নেতা না ইউনিয়ন নেতা এ কারনেই আমরা বঞ্চিত। এই রাস্তা যাতে তাড়াতাড়ি মোরামত করা হয় তার জন্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
এবিষয়ে এই গ্রামের নিজাম উদ্দিন বলেন এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে ইতিমধ্যে কয়েক দুর্ঘটনা ও হয়েছে এই রাস্তায়। তাই এটা তাড়াতাড়ি মোরামত করা প্রয়োজন তাই প্রশাসনের সহযোগিতা কামনা করছি।